১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৪১

খুলনায় অপ্রতিরোধ্য করোনা পরিস্থিতি! আজও নতুন শনাক্ত ৩১

প্রকাশিত: জুন ১০, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় অপ্রতিরোধ্য করোনা পরিস্থিতি! মহানগরের বিভিন্ন এলাকা জুড়ে চলছে করোনার প্রকোপ। হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্য।

আজও খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ৩১ জন। এছাড়া যশোর ০৭, বাগেরহাটে ০১ ,মাগুরা ০১, ঝিনাইদহ ০১ ও নড়াইল ০১ জন রয়েছেন।খুলনার ল্যাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত।

আজ রাতে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা ২৮৬ ছাড়িয়েছে।খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা.মেহেদী নেওয়াজ জানান, আজ (১০ জুন) বুধবার মদ খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৬৩টি। এদের মধ্যে মোট ৪৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে ৩১ জন খুলনা জেলার। বাকিরা যশোর, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট ও নড়াইল জেলার।

তিনি আরও জানান,খুলনায় নতুন শনাক্ত হওয়া

নগরীর ইসলামপুর রোডের ৫৫ বছরের এক ব্যক্তি, দাকোপের গৌরকাঠির ৩৪ বছরের একজন ভ্যান চালক, নগরীর ৭০ বছরের এক বৃদ্ধ, ৬৫ বছরের এক বৃদ্ধা, ৪৬ বছরের এক ব্যক্তি, ২০ বছরের এক তরুণী, ৩০ বছরের এক নারী, সোনাডাঙ্গা নাসির সড়কের ৪৬ বছরের এক ব্যক্তি, ১২ বছরের এক মেয়ে, রূপসার আইচগাতি এলাকার ১২ বছরের এক মেয়ে, বটিয়াঘাটার হাটবাটি এলাকার ৩৮ বছরের এক ব্যক্তি, নগরীর ভৈরব স্ট্যান্ড রোডের ৩৩ বছরের এক যুবক, খালিশপুর ক্রিসেন্ট পাকা কলোনীর ২৪ বছরের এক তরুণী, খুলনা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারের ৪৬ বছরের এক ব্যক্তি, লবণচরা শিপইয়ার্ড ইসলামপাড়া এলাকার ৩৩ বছরের এক যুবক, খুলনা সিভিল সার্জন অফিসের ৪৬ বছরের এক নারী, তেরখাদা থানার ২৫ বছরের এক যুবক, পাইকগাছার কপিলমুনি এলাকার ৩৬ বছরের এক নারী, ৩৫ বছরের এক নারী, দাকোপের খুটাখালী এলাকার এক ব্যক্তি, রূপসার আইচগাতি এলাকার ৩৭ বছরের এক নারী, রূপসা দেয়াড়া যুগিহাটি এলাকার ৫০ বছরের এক নারী, খালিশপুরের ৬০ বছরের এক বৃদ্ধ, রূপসার জিহাদী মসজিদ গলির ৪২ বছরের একজন ব্যবসায়ী, খুলনা মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টারের এক ব্যক্তি, খুলনা জেলা কারাগারের ৩২ বছরের এক ব্যক্তি, কয়রার হাতিয়ার ভাঙ্গা এলাকার এক ব্যক্তি, বয়রা হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোড এলাকার ১৯ মাসের শিশু কন্যা, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ বছরের একজন স্বাস্থ্য সহকারী, খালিশপুর ক্রিসেন্ট পাকা কলোনীর ২১ বছরের এক তরুণ।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এখন পর্যন্ত ২৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন, মারা গেছেন ৫ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন