২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৪৩

শিরোনাম
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে এলাকার, মানুষ পাবে অধিকার-হাবিব

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালার খেশরায় বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) বিকালে হরিহরনগর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

খেশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী আব্দুল গফফার ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাবেক সি.সহ-সভাপতি গোলাম মোস্তফা,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম-সসম্পাদক মোশারারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, স.ম ইয়াছিন উল্লাহ,তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, যুব নেতা মেহেদী হাসান সাগর প্রমুখ।

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরা-১ আসনের মানুষ আজ পরিবর্তন ও ভোটাধিকার ফিরে পেতে চায়। এই এলাকার অধিকার আদায়ের আন্দোলনে আমার বিরুদ্ধে প্রায় ৭০ বছরের জেল হয়েছিল, তবু অন্যায়ের কাছে মাথা নত করিনি। এমপি থাকাকালে গ্রামীণ সড়ক-ব্রিজ উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ, কৃষকদের সেচ ও সার-বীজ সুবিধা, জলাবদ্ধতা নিরসন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছি। সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন ছিল আমার অগ্রাধিকার। বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি নির্বাচিত হলে সাতক্ষীরার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের বাস্তব উন্নয়নে কাজ করবো। সংসদে এই এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন