২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:২৬

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রকিবুল ইসলাম বকুল

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে খুলনা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদেরের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রকিবুল ইসলাম বকুল বলেন, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে। তরুণদের শক্তি ও চিন্তাধারাকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন জরুরি। বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ঐক্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক এটাই জনগণের প্রত্যাশা। মানুষ যেন নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত হলেই গণতন্ত্রের প্রকৃত ও স্বাধীন রূপ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে।

আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কাঙ্ক্ষিত সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এর মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন