তথ্য প্রতিবেদক:
তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে খুলনা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদেরের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রকিবুল ইসলাম বকুল বলেন, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে। তরুণদের শক্তি ও চিন্তাধারাকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই তার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন জরুরি। বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ঐক্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক এটাই জনগণের প্রত্যাশা। মানুষ যেন নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত হলেই গণতন্ত্রের প্রকৃত ও স্বাধীন রূপ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে।
আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কাঙ্ক্ষিত সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এর মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত