৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২২

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

ডুমুরিয়ায় ব্যবসায়ীর আলু আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫

  • শেয়ার করুন

মোঃ আক্তারুজ্জামান লিটন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে আলু আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ নুর ইসলাম কহিনুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ নুর ইসলাম বেতাগ্রাম আঠারমাইল মজুমদার স্মার্ট কাচামাল আড়ৎদার ও সততা বানিজ্য ভান্ডার নামে ব্যবসা পরিচালনা করেন। গত ৪ নভেম্বর বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ৩১৫ বস্তা আলুবোঝাই একটি ট্রাক আসে। ওইদিন স্থানীয় ব্যবসায়ী আজহারুল ও শাহিদ যথাক্রমে ৫০ ও ৪৬ বস্তা, মোট ৯৬ বস্তা আলু ক্রয় করেন।

ক্রেতাদের অনুরোধে মালামাল পুরাতন কাচা মালের আড়তে নামানোর নির্দেশ দিলে ট্রাকচালক প্রথমে আজহারুলের ক্রয়কৃত ৫০ বস্তা আলু নামিয়ে দেয়। এরপর অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বিবাদী মতিয়ার রহমান,শাহিনুর রহমান ও আতিয়ার রহমানসহ আরও অনেকে জোরপূর্বক বাকি ৪৬ বস্তা আলু নিজেদের দখলে নেয় এবং ট্রাকচালককে মারধর করে তাড়িয়ে দেয়।

পরে স্থানীয় রাজনৈতিক নেতা,সরদার আব্দুল মালেক, হালদার শাহাদাৎ হোসেন ফরহাদ আল মামুন ও সরদার দৌলত হোসেনের সহযোগিতায় ভুক্তভোগী ৩০ বস্তা আলু উদ্ধার করতে সক্ষম হন। তবে অবশিষ্ট ১৬ বস্তা আলু ফেরত চাইলে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরের হুমকি এবং প্রাণনাশের ভয় দেখায় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় মোঃ আবুল হাসান, মোঃ মজিবর রহমান মোড়ল,ও মোঃ শহিদুল ইসলামসহ অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী শেখ নুর ইসলাম ওরফে কোহিনুর জানান, আমি দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা করে আসছি। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার মালামাল আত্মসাৎ করেছে। এখন আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন