মোঃ আক্তারুজ্জামান লিটন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে আলু আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ নুর ইসলাম কহিনুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেখ নুর ইসলাম বেতাগ্রাম আঠারমাইল মজুমদার স্মার্ট কাচামাল আড়ৎদার ও সততা বানিজ্য ভান্ডার নামে ব্যবসা পরিচালনা করেন। গত ৪ নভেম্বর বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ৩১৫ বস্তা আলুবোঝাই একটি ট্রাক আসে। ওইদিন স্থানীয় ব্যবসায়ী আজহারুল ও শাহিদ যথাক্রমে ৫০ ও ৪৬ বস্তা, মোট ৯৬ বস্তা আলু ক্রয় করেন।
ক্রেতাদের অনুরোধে মালামাল পুরাতন কাচা মালের আড়তে নামানোর নির্দেশ দিলে ট্রাকচালক প্রথমে আজহারুলের ক্রয়কৃত ৫০ বস্তা আলু নামিয়ে দেয়। এরপর অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বিবাদী মতিয়ার রহমান,শাহিনুর রহমান ও আতিয়ার রহমানসহ আরও অনেকে জোরপূর্বক বাকি ৪৬ বস্তা আলু নিজেদের দখলে নেয় এবং ট্রাকচালককে মারধর করে তাড়িয়ে দেয়।
পরে স্থানীয় রাজনৈতিক নেতা,সরদার আব্দুল মালেক, হালদার শাহাদাৎ হোসেন ফরহাদ আল মামুন ও সরদার দৌলত হোসেনের সহযোগিতায় ভুক্তভোগী ৩০ বস্তা আলু উদ্ধার করতে সক্ষম হন। তবে অবশিষ্ট ১৬ বস্তা আলু ফেরত চাইলে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরের হুমকি এবং প্রাণনাশের ভয় দেখায় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।
ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় মোঃ আবুল হাসান, মোঃ মজিবর রহমান মোড়ল,ও মোঃ শহিদুল ইসলামসহ অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী শেখ নুর ইসলাম ওরফে কোহিনুর জানান, আমি দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা করে আসছি। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার মালামাল আত্মসাৎ করেছে। এখন আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত