১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:০৯

রাতের আঁধারে মধ‍্যবিত্তসহ সকলের বাড়িতে খাদ‍্য পৌঁছে দেওয়া হবে- এমপি, সালাম মূর্শেদী।

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১

  • শেয়ার করুন

শেখ আশিকুর রহমান (বাবু):রূপসা,তেরখাদা ও দিঘলিয়ার গণমানুষের সেবার লক্ষে সংসদ সদস‍্য খুলনা-৪ এর ব‍্যক্তিগত অর্থায়নে আত্ম মাবতার সেবায় নিয়োজিত সংগঠন সালাম ভূর্শেদী সেবা সংঘের আয়োজনে আজ ২৪ জুলাই সকাল সাড়ে ১০ টায় পূর্ব-রূপসা পুরাতন রেল ষ্টেশন চত্বরে দুঃস্থ,অসহায় ও কর্মহীনদের মাঝে দিনব‍্যাপী মাস্ক বিতরন কার্যক্রম শুরূ হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে গণ মানুষের প্রিয় নেতা এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেন, কোভিড-১৯ এ চলমান লক-ডাউনে প্রধানমন্ত্রী যতদিন আছে কোন মানুষই অভূক্ত থাকবেনা,মধ‍্যবিত্তসহ রাতের আঁধারে সকলের বাড়িতে খাদ‍্য পৌঁছে দেওয়া হবে। অনেক সময় মধ‍্যবিত্ত শ্রেণীর লোকেরা লজ্জায় হাত পাততে পারেনা। তাদের দিকটা খেয়াল রেখে দলিত,নাপিত,মাঝি,শ্রমিক সহ সকল কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে সালাম মূর্শেদী সেবা সংঘ খাদ‍্য সামগ্রি পৌঁছে দেবে।
এ সময় তিনি আরো বলেন; করোনা ভাইরাসের মরণ ছোবলে একে একে আমরা প্রিয়জনদের হারাচ্ছি। দীর্ঘ হচ্ছে মৃত‍্যুর তালিকা। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে নিজেরা মাস্ক পড়ুন, অন‍্যদেরকে মাস্ক ব‍্যবহারে উৎসাহিত করুন। একটি মাস্ক করোনা সংক্রমণ রোধে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলে মাস্ক পড়ে ও স্বাস্থ্য বিধি মেনে নিজে নিরাপদে থেকে অন‍্যদেরকে নিরাপদে রাখুন।
বিশ্বের অন‍্যান‍্য উন্নত দেশের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বৈশ্বিক নিরব ঘাতক করোনা ভাইরাস বাংলাদেশে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।
খুলনা জেলা আওয়ামীলীগের অন‍্যতম সদস‍্য ও রূপসা কলেজের অধ‍্যক্ষ ফ. ম.আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করতে উপস্থিত হন রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন সরদার। বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক ও এমপি’ ইউনিয়ন প্রতিনিধি আক্তার ফারুক,কোষাধক‍্য সেলিম মোল্লা, ইউনিয়ন আওমীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক,সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রূপসা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রুহুল আমীন রবি,নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ বেনজীর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস‍্য রীনা পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা। এ সময় উপস্থিত ছিলেন সালাম মূর্শেদী সেবা সংঘের টীম-লীডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, সহকারী টীম- তরিকুল ইসলাম, রূপসা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন মোল্লা,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ওয়ার্ড আওয়ামী লীগেল সভাপতি হারুন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, পূর্ব- রূপসা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ করিম শেখ ;ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ আঃ জব্বার শেখ,কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, এমপি’র ইউনিয়ন প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা মোঃ আজমল ফকির,আবজালুল হক, মেহেদী হাসান, মোঃ বাবুল শেখ,মনি সরদার, আকবর আলি, ইমরান জাহান আরাফাত,খলিলুর রহমান,জাহিদুল ইসলাম,সোহেল মোল্লা,রাসেল,রিয়াজ,হৃদয়,ইমন,প্রিন্স, সজল প্রমূখ।

উল্লেখ‍্য, সালাম মূর্শেদী সেবা সংঘ করোনা সংক্রমণর দেড় বছরে লক্ষাধিক মাস্ক ও প্রায় পঞ্চাশ হাজার প‍্যাকেট খাদ‍্য সামগ্রী দুঃস্থদের মাঝে বিতরণ করেছে। প্রিয় চল্লিশটির মত অক্সিজেন সিলিন্ডারের মাধ‍্যমে করোনা আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে অক্সিজেন সেবা দিয়ে চলছে

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন