৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৫৯

শিরোনাম
নৌবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক গণহত্যাকারীদের রাজনীতি করার কোন অধিকার নেই-জামায়াতের আমীর পরিকল্পনার অভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সুন্দরবনের পর্যটন শিল্প শেখ হাসিনার পর এখন অদৃশ্য ষড়যন্ত্রের মোকাবেলা করছি-গয়েশ্বর রায় মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ

সুন্দরবনের প্রবেশপথ খুলনায় যাত্রা শুরু করলো সেইলর

প্রকাশিত: মে ৩, ২০২১

  • শেয়ার করুন

সুন্দরবনের প্রবেশপথ খ্যাত খুলনায় পাল তুলেছে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর। জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ইপিলিয়ন গ্রুপের প্রতিষ্ঠান সেইলর। এ‌টিই খুলনার সবচেয়ে বড় আউটলেট।

‌সোমবার (০৩ মে) সকালে খুলনা নগরীর মজিদ সরণি রোডে অবস্থিত সেইলরের ২০ তম আউটলেটের উ‌দ্বোধন করা হয়।
নান্দনিক ও চমকপ্রদ এ আউটলেটটি উ‌দ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উ‌দ্বোধনী অনুষ্ঠানে কেসি‌সি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, যারা পণ্য বিকিকিনি করেন, তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতার আস্থা অর্জন। গ্রাহকই সফলতার প্রধান নিয়ামক। গ্রাহক চাহিদার প্রতি সম্মান দেখানো এবং ভালো মানের পণ্য সরবরাহ করতে হবে। নিম্নমানের পণ্য বাজারজাত করে আপনি সাময়িকভাবে লাভবান হতে পারেন, কিন্তু এটা পরে আপনার ব্যবসার স্থায়ী ক্ষতি করে দেবে। আসল পণ্য ছাড়া কোনো কিছুই বিক্রি করবেন না। তাছাড়া আপনার ভালো ও আন্তরিক ব্যবহার এবং সুন্দর বাচনভঙ্গি ক্রেতার আস্থা অর্জনে অনেক কাজে দেবে। ক্রেতা যেন আপনার ব্যবহার ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে যান। আপনাদের প্রতিষ্ঠা‌নের প্রতি ক্রেতার বিশ্বাস যেনো দিন দিন আরও বেড়ে যায়।

সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবির সহ অন্যান্য কার্যনির্বাহী কর্মকর্তারা উ‌দ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেইলর’র চিফ অপারেটিং অফিসার রেজাউল কবির, ‘পোশাকের মান এবং দামের বিষয়ে আমরা ক্রেতাদের কাছে প্রতিশ্রুতিশীল; পণ্যে সাশ্রয়ী হলেও মানে কোনো ছাড় নয়।
তিনি বলেন, ‘ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ এশিয়ান বিভিন্ন দেশে আমরা পোশাক রপ্তানি করি, যা আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ মানের। যেহেতু বাইরের মানুষের জন্য কাজ করে ইপিলিয়ন গ্রুপ, এখানে দেশের প্রতিও দায়বদ্ধতা রয়েছে। এ জন্যই আমরা ধীরে ধীরে দেশের বাজারে সেইলরের ব্যবসা বৃদ্ধি করছি। তবে অবশ্যই সেটা গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে। যেখানে আমরা কোয়ালিটিতে কোনো প্রকার ছাড় দেব না।

অ‌া‌য়োজকরা জানান, নগরীর মজিদ সরণি সংলগ্ন ১০ হাজার স্কয়ার ফিটের দো-তলা ভবন নিয়ে সুপরিসরে সর্ববৃহৎ এ আউটলেটটি সাজানো হয়েছে। নান্দনিক সৌন্দর্যের ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার সু-ব্যবস্থা। রয়েছে আধুনিক ট্রায়াল রুম ও ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। তাছাড়া নতুন এ আউটলেটের প্রতি তলাতে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা ধরনের লাইফস্টাইল পণ্য। নীচতলাতে ওম্যান্স এন্ড কিডস কালেকশন সহ রয়েছে হোম ডেকোর আইটেম এবং গিফট সামগ্রী আর ১ম তলায় মেন্সওয়্যার দিয়ে সাজানো হয়েছে।এছাড়া নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ৭ দিন ব্যাপী চলবে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ডিসকাউন্ট।

উ‌ল্লেখ‌্য, দেশের বাজারে সেইলর তাদের যাত্রা শুরু করেছিল ২০১৫ সালে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন