২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:৩২

শার্শায় পিতার হাতে মেয়ে ধর্ষনের চেষ্টা পিতা আটক ।

প্রকাশিত: মে ১৭, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা পারিয়ার ঘোপ গ্রামে নিজ পিতার হাতে ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষনের চেষ্টা ।শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম।
ধর্ষনকারী মফিজুর রহমান পারিয়ার ঘোপ গ্রামে আব্দুল খালেকের ছেলে।তার স্ত্রী বাড়ি না থাকায় নিজ বাড়িতে তার মেয়েকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করছিল। এ সময় তার চিৎকারে আশেপাশে লোক এসে মেয়েটি উদ্ধার।

চেয়ারম্যান আবুল কালাম জানান ইউপি সদস্য খোরশেদ এর মাধ্যমে জানতে পারি মফিজুর তার ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষন করেছে।এ সংবাদ জানার পর পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে এবং গোরপাড়া ফাঁড়িতে আনার পর সে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান,শিশুটির নানা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। মামলা ২০ তারিখ ১৭/০৫ /২১ ইং।পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মফিজুর কে আটক করেছে।তাকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৭/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন