২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৪৯

খুলনায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকার খুলনা-সাতক্ষীরা সড়কের শিকদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দুর্ঘটনায় দুইজনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি এনামুল হক জানান, সকাল ৯ টার দিকে দুই মোটরসাইকেল আরোহীকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহত দুইজনের নাম উত্তম সিংহ পাখি(৩২), পিতা কাশীনাথ সিংহ বাড়ি নিরালা বাগমারা অপরজন আশিক হোসেন(১৫) পিতা হাবিবুর রহমান, নিরালা ১নং রোডের মসজিদের পাশে। আশিক তার নানার বাড়ি ডুমুরিয়া হতে খেজুরের রস নিয়ে আসতেছিলো। এছাড়া ঘাতক ট্রাকটি ও তার ড্রাইভারকে আটক করার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান ওসি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন