 
     
 খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকার খুলনা-সাতক্ষীরা সড়কের শিকদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দুর্ঘটনায় দুইজনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি এনামুল হক জানান, সকাল ৯ টার দিকে দুই মোটরসাইকেল আরোহীকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহত দুইজনের নাম উত্তম সিংহ পাখি(৩২), পিতা কাশীনাথ সিংহ বাড়ি নিরালা বাগমারা অপরজন আশিক হোসেন(১৫) পিতা হাবিবুর রহমান, নিরালা ১নং রোডের মসজিদের পাশে। আশিক তার নানার বাড়ি ডুমুরিয়া হতে খেজুরের রস নিয়ে আসতেছিলো। এছাড়া ঘাতক ট্রাকটি ও তার ড্রাইভারকে আটক করার চেষ্টা করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান ওসি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত