২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার অঙ্গীকার মনিরুল হাসান বাপ্পীর

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের আস্থার প্রতিফলন হবে বিএনপির সরকার গঠনে মাধ্যমে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। আমি আজীবন আপনাদের পাশে থেকে বঞ্চিত এই অঞ্চলের জনসাধারণের ভাগ্যের উন্নয়ন করতে চাই। আমি কথা দিচ্ছি আমার দল বিএনপি ক্ষমতায় আসনে বসে প্রথমেই দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।

বিএনপি বরাবরই সকল পর্যায়ের নেতাকর্মীরা সকল ধর্মের বর্ণের জনসাধারণের পাশে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রকাশ্যভাবে কাজ করেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

২৩ জানুয়ারী (শুক্রবার) রাত ৮টায় মহারাজপুর খড়িয়া বাজারে সনাতন সম্প্রদায়ের হরিপূজায় শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিএনপি সব সময় সবাইকে সাথে নিয়ে সনাতন সম্প্রদায়ের সকল উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করে এসেছে। বিএনপি সবসময় হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

এসময় উপস্থিত কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিএম মাওলা বক্স, জেলা জাসাস সভাপতি শহিদুল ইসলাম।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, কপোতক্ষ কলেজের আহবায়ক মামুন হোসেন, মহরম হোসেন, মাষ্টার জামাল ফারুক জাফরিন, মেহেদী হাসান সবুজ প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন