প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২
মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকার পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) সন্ধ্যায় ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী সোনারবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর কৌশলে লুকানো ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১কেজি ১৬৫ গ্রাম।যার সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। অাটক ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে।
সোনারবার সহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৪/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩