২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:১৯

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

বিজয়ী হলে প্রথম কাজ হবে বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন : লবী

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫

  • শেয়ার করুন

‌তথ্য প্রতিবেদক : খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্, বিসিবির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নেতা আলি আসগার লবি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে খুলনা-৫ আসনে নির্বাচন করতে পাঠিয়েছেন। আমাকে বিজয়ী করতে ডুমুরিয়ার বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। আমি বিজয়ী হলে সর্বপ্রথম কাজ হবে বিলডাকাতিয়াসহ ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের।

শনিবার (১৯ জুলাই) বিকালে ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের আহবানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার আশ্বস্ত করেছেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস ও জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শেখ হেমায়েত উদ্দিন।

বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, এ্যাডঃ তছলিমা খাতুন ছন্দা, খান আবজাল হোসেন, অরুন গোলদার, শেখ হেলাল উদ্দিন, আমিরুল ইসলাম, শেখ মতিয়ার রহমান বাচ্চু, নিত্যানন্দ মন্ডল, শেখ শাহিনুর রহমান, আহম্মদ আলী ফকির, মাওঃ আব্দুস সালাম আজাদ, শিবপদ দাস প্রমুখ। ওই সভায় ধানের শীষের প্রার্থী আলি আজগার লবিকে বিজয়ী করতে বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন ডুমুরিয়ার বিএনপি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন