২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:০৩

পাইকগাছায় প্রতিবন্ধী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের!

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় কলেজ পড়ুয়া প্রতিবন্ধী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত বাবুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি উপজেলার হরিঢালী ইউপির উলুডাঙ্গা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার উলুডাঙ্গা গ্রামের মৃত আনসার হোসেন কাজীর পুত্র কামরুজ্জামান বাবু একই গ্রামের রহমান মোড়লের কলেজ পড়ুয়া প্রতিবন্ধী কন্যার সাথে ২০১৪ সাল হতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের প্রেম ভিন্নখাতে গড়াতে সুচতুর বাবু প্রতিবন্ধী কন্যাকে বিবাহের প্রলোভন দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে তাদের প্রেমের ঘটনা এলাকায় জানাজানি হলে প্রতিবন্ধী কলেজ পড়ুয়া কন্যা ভবিষ্যতের কথা চিন্তা করে বাবু’র ভাইদের নিকট বিয়ের প্রস্তাব দেয়।

এমতাবস্থায় বাবু’র বিয়ের ইচ্ছা থাকা স্বত্তেও ভাই ও আত্মীয়-স্বজনের চাপের মুখে সে পিছু হটে যায়। কিন্তু কলেজ পড়ুয়া প্রতিবন্ধী কন্যাকে ক্ষতি করার জন্য সময়-সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে গত ২০ অক্টোবর বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাবু তার দুই ভগ্নিপতি রুহুল আমিন গাজী ও জাহাঙ্গীর হোসেনকে সাথে নিয়ে রহমানের বাড়ীর মধ্যে প্রবেশ করে। দুই ভগ্নিপতি ঘরের বাইরে অবস্থান করে এবং বাবু ঘরের মধ্যে প্রবেশ করে প্রতিবন্ধী কন্যাকে নির্যাতন করে। উক্ত ঘটনায় পাইকগাছা থানায় গত ১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। যার নং- ০১। জি.আর ৩৩১/২০। উক্ত মামলায় সোমবারে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে বাবু জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে কামরুজ্জামান বাবু-কে জেলহাজতে প্রেরণ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন