২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৪৮

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছার দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিকে ২৩ লাখ টাকার চেক প্রদান

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা-কয়রা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় এবং দেশের মানুষ শান্তিতে থাকে। আর খালেদা নিজামী ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দেশের মানুষ চরম দুর্ভোগের মধ্যে থাকেন।

তিনি বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এলাকার দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, আওয়ামী লীগনেতা নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মঙ্গল মন্ডল, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম ও শেখ রাজু আহম্মেদ। অনুষ্ঠানে এলাকার ৩৭জন দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ২৩ লাখ ৪০ হাজার টাকার মানবিক সহায়তার চেক প্রদান করা হয়। এ নিয়ে অত্র এলাকার প্রায় দেড় হাজার ব্যক্তিকে এ ধরণের সহায়তা প্রদান করা হলো।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন