প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

খবর বিজ্ঞপ্তির : জামায়াত ক্ষমতায় গেলে উপকূলীয় জনপদের স্থায়ী নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ বেদকাশীসহ সংশ্লিষ্ট টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
এছাড়া পর্যটন কেন্দ্র গড়ে তোলা, লোনা পানির ঘের বন্ধ করা এবং প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
খুলনা-৬ আসনে জামায়তের প্রার্থী আবুল কালাম আজাদ এক নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর ডা. ইসাক খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজ রহমান।
আবুল কালাম আজাদ বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন একটি নিরাপদ ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।