২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:২৬

খুলনায় নবাগত জেলা প্রশাসকের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: জুন ২৯, ২০২১

  • শেয়ার করুন

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

অদ্য ২৯ জুন ২০২১ বিকেল ০৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনের খুলনা মহানগর সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ আরিফ, রোটাঃ মোঃ আজিজুল হক, মোঃ ইলিয়াস হোসেন লাবু, মোঃ হুমায়ুন কবির বালী, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্যা, কাজী আব্দুল মান্নান, নাঈম ফারহান প্রমুখ।

সাক্ষাৎকালে নবাগত জেলা প্রশাসক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন