২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:১৩

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

খুলনার হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবার নির্বাচনে চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ বিহীন নির্বাচন হয় না। চ্যালেঞ্জ না থাকলে উৎসাহ বাড়ে না, আমাদের প্রচার বাড়ে না, কর্মিরা ঐক্যবদ্ধ হয় না এবং এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব, ইনশাল্লাহ।

বিএনপি ঐক্যবদ্ধ দল, সবার প্রিয় দল, বিএনপি শহীদ জিয়ার দল, বেগম জিয়ার দল, তারেক জিয়ার দল, সেই দলের প্রতি মানুষ আস্থা রাখে। এই দল একাধিকবার রাস্ট্র পরিচালনা করেছে এবং সেই পরিচালনার রেকর্ড আছে স্বনির্ভর বাংলাদেশ গড়ার। সেই বিএনপির প্রতি মানুষের আস্থা বিশ^াস আনেক। আমারা সেই বিএনপির প্রার্থী হিসেবে আমি খুলনাকে নতুন ভাবে সাজাতে চাই, পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাদক মুক্ত সমাজ গড়তে চাই, অত্যাচার মুক্ত খুলনা গড়তে চাই। ব্যবসা বান্ধব পরিবেশ রচনা করতে চাই।


বুধবার (২৮ জানুয়ারি) নগরীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, দরবেশ চেম্বার, রব শপিং কমপ্লেক্স, ডাকবাংলা সুপার মার্কেট, রেলওয়ে মার্কেটসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, জামাত তো আমাদের সঙ্গে রাজনীতি করেছে, আমরা তাদের শক্তি-সামর্থ সম্পর্কে জানি, তাদের লোক-বল সম্পর্কেও আমরা জানি।

আমাদের যে কর্মপরিকল্পনা আছে, জামাতের সে কর্মপরিকল্পনা নেই। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে নেমেই বলেছেন আই হ্যাভ দা প্লান। এবং তিনি একটা কর্মপরিকল্পনা তৈরী করেছেন, শুধু তৈরীই করেননি, উনি আমাদের প্রশিক্ষিত করেছেন। মানুষের কল্যাণে কি করতে হবে, বিএনপি তা শিখিয়েছে, জামাত তা করেনি। জামাত শুধু একটি বায়োবিও অভোযোগ হাজির করছে, যে অভিযোগ হাজির করছে মানুষ তা বিশ^াস করেনা। আমরা মনে করি জামাত আরও স্বচ্ছ হোক। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা ভোটারদের কাছে গিয়ে আইডি কার্ড নিচ্ছে, ্িবকাশ নম্বর নিচ্ছে।

জামাতের কর্মিরা ঘুষ দিয়ে ভোট কিনতে চায়, এটি অস্বচ্ছতা। তারা জান্নাত ও জাহান্নাম এ তথ্য হাজির করে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা চাই ধর্মের অপব্যবহার জামাত বন্ধ করুক। ধর্মের ব্যবহারটা হচ্ছে অসততা। আমরা জামাতকে বলবো, এ থেকে বেরিয়ে এসে গণতন্দ্রের চর্চা করুন। জনগনের কাছে যান, আগামী দিনে কি করবেন, সে পরিকল্পনা হাজির করুন। বিএনপি তো পরিকল্পনা দিয়েছে, আপনারা পরিকল্পনাহীন রজনীতি করছেন। তারপরেও আমরা বলবো, আমরা কোন দলকে আঘাত করতে চাই না।

নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, সে যাত্রায় আমরা সবাইকে পাশে পেতে চাই। একটি সম্মৃদ্ধি খুলনা গড়ার, সম্মৃদ্ধি দেশ গড়ার জন্য যে যাত্রা আমরা শুরু করেছি, এ যাত্রায় সবাই যেন উৎসব মুখর পরিবেশের রচনা করেন। ভোটাররা ভোট দিতে চায়, দীর্ঘদিন ভোট হয় না।

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এটাই প্রথম ভোট, এই ভোটে যেন ভোটাররা অংশগ্রহণ করতে পারে শান্তিপুর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে। আমরা কোন ঝগড়া-ঝাটি করতে চাই না, আমরা চাই সবাই গণতন্ত্রের চর্চা করবে। যে গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, ছাত্ররা আন্দোলন-সংগ্রাম করেছে, আমাদের নেতাকর্মিরা রক্ত দিয়েছে। আমরা জেল খেটেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি।

সেই আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান জিয়ারত শুরু করেছে, ইনশাল্লাহ সেই জিয়ারত সফল হবে, কামিয়াফ হবে ইনশাল্লাহ।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, শামসুজ্জামান চঞ্চল, আবু সাঈদ শেখ, নাসির খান, নূর ইসলাম, শামীম খান, মাহবুব হোসেন, খায়রুল ইসলাম লাল, ওমর ফারুক, ওহিদুজ্জামান খসরু, মনিরুল ইসলাম মাসুম, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন আলম, কামাল উদ্দিন, আলমগীর ব্যাপারী, সৈয়দ আনোয়ার হোসেন, রবিউল ইসলাম বিপ্লব, মোল্লা আলী আহমেদ, রফিকুল ইসলাম, ইলিয়াস হোসেন, দেলোয়ার আকন, আলতাফ খান, কামাল হোসেন, টিপু হাওলাদার, পিএম শহিদসহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন