১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৩৩

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
সঞ্চিত অর্থ চাহিদামত ফেরত না পাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পদ্মা ব্যাংকের খুলনা শাখায় জমাকৃত টাকা ফেরত পাওয়ায় মহানগরীর সাতরাস্তা মোড়স্থ ব্যাংকের খুলনার প্রধান কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। আসন্ন ঈদকে সামনে রেখে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে না পেরে ব্যাংক ম্যানেজারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এতে আরও বেশি ফুঁসে উঠছেন গ্রাহকরা।
এ সময় গ্রাহক জিয়া বলেন, বিগত ৬ মাস যাবৎ পদ্মা ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না। অথচ আমার ৩০ লক্ষ ৩৫ হাজার টাকা এই ব্যাংকে জমা আছে। উন্নত চিকিৎসার জন্য ভারতে অপারেশন করার কথা থাকলেও টাকা না পাওয়ায় তা করাতে পারছি না। আফসোস হয়, নিজের টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে, অথচ আমি দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি চিকিৎসার অভাবে।
আরেক গ্রাহক বলেন, মেয়ের বিয়ের কথ পাকাপাকি। কিন্তু আজ ২০ দিন যাবৎ ঘুরেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না। খুব চিন্তা হচ্ছে ঈদের পরে মেয়ের বিয়ে ঠিকভাবে সম্পন্ন করতে পারবো কিনা!
এদিকে ব্যাংক ম্যানেজার বলেন, আমাদের টাকা আছে। কোন টাকা খোয়া যায়নি। গ্রাহকদের এ বিষয়টি আমরা ব্যাংকের এমডিকে জানিয়েছি। তিনিও খুব আন্তরিক। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে অভ্যন্তরীন সমস্যার কারণে আপাতত পরিমান মত গ্রাহকদের টাকা দিতে পারছিনা। এমনটি আমরা নিজেরাও ঠিকভাবে বেতন তুলতে পারছি না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন