২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:২৯

খুলনায় করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: জুন ১৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনার রূপসায় করোনা উপসর্গ নিয়ে খান বজলুর রহমান (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌঁনে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, খান বজলুর রহমান শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌঁনে ১০টায় তিনি মারা যান। করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গ, খুলনায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৪৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ৬জনের পজিটিভ ধরা পড়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন