২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:১৪

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

খুলনা-৪ আসনকে মানবিক ও শান্তিপূর্ণ সমাজে রূপান্তরের অঙ্গীকার হেলালের

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৪ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এমন মন্তব্য করে বিএনপির তথ্য সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণের দোয়া ও ভালোবাসায় নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনই হবে তাঁর প্রধান লক্ষ্য।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা-৪ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, খুলনা-৪ আসনের সবচেয়ে বড় শক্তি হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো বিভেদ নয়—ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই হবে সমান অধিকারভুক্ত নাগরিক। ঐক্যের মাধ্যমেই খুলনা-৪ কে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ও চিকিৎসা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। খুলনা-৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বৃত্তি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক সংকট নিরসন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা হবে।

নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সমাজ এগোবে না। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবার ও সমাজে তাদের অবস্থান সুদৃঢ় করা হবে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

দিনের শুরুতে আজিজুল বারী হেলাল মধুপুর ইউনিয়নের কোলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন এবং কোলা বাজারে গণসংযোগ চালান। পরে তিনি পারহাজি গ্রামে নারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপর লস্করপুর ও মোকামপুর বাজারে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। রাতে আজগড়া ইউনিয়নের আজগড়ার বটতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের কবিগান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম, তেরখাদা উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, ভুট্টু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন