১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:৪৯

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

খুলনা মহানগরীতে চোরাকারবারীর পেট থেকে বের হলো ৮ স্বর্ণের বার

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : গ্রেফতার এড়াতে গিলে ফেলেছিলেন ৮ টি স্বর্ণবার। কিন্তু শেষ রক্ষা হলো না আব্দুল আওয়ালের (৩৬)। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করে পুলিশ। পরে এক্স-রে করে দেখা মেলে ৮ টি স্বর্ণের বার। পরে পায়ূপথের মাধ্যমে বের করা হয় সেই বারগুলো।
বুধবার রাত ১১ টার দিকে নগরীর লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার হয় আওয়াল। সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৈাহিদুজ্জামান স্বর্ণসহ আওয়ালকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকায় বসানো হয় চেকপোষ্ট।
পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি করে। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাসের নির্দিষ্ট আসনের যাত্রী আব্দুল আউয়ালকে প্রথমে স্বর্ণের বিষয় জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। তাকে থানায় নিয়ে দেহ তল্লাশি করা হলে কোন কিছু পাওয়া যায়নি তার কাছ থেকে। পরে তাকে নগরীর একটি ডায়গনিষ্ট সেন্টারে নিয়ে এক্স-রে করা হয়। সেখানে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮টি স্বর্ণের বার বের করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি আরও জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন