তথ্য প্রতিবেদক : গ্রেফতার এড়াতে গিলে ফেলেছিলেন ৮ টি স্বর্ণবার। কিন্তু শেষ রক্ষা হলো না আব্দুল আওয়ালের (৩৬)। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করে পুলিশ। পরে এক্স-রে করে দেখা মেলে ৮ টি স্বর্ণের বার। পরে পায়ূপথের মাধ্যমে বের করা হয় সেই বারগুলো।
বুধবার রাত ১১ টার দিকে নগরীর লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার হয় আওয়াল। সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৈাহিদুজ্জামান স্বর্ণসহ আওয়ালকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকায় বসানো হয় চেকপোষ্ট।
পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি করে। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাসের নির্দিষ্ট আসনের যাত্রী আব্দুল আউয়ালকে প্রথমে স্বর্ণের বিষয় জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। তাকে থানায় নিয়ে দেহ তল্লাশি করা হলে কোন কিছু পাওয়া যায়নি তার কাছ থেকে। পরে তাকে নগরীর একটি ডায়গনিষ্ট সেন্টারে নিয়ে এক্স-রে করা হয়। সেখানে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮টি স্বর্ণের বার বের করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি আরও জানান।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত