২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:১৬

খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাবেক এমপি মিজানের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১

  • শেয়ার করুন

খুলনা-২ আসনের সাবেক সংসদ ও সাপ্তাহিক আমাদের খুলনা’র সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি খুলনা প্রেসক্লাবে এসে ক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ও নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) ও এস এম নূর হাসান জনি, কার্যনির্বাহী কমিটির সদস্য মো: হাবিবুর রহমান, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মো: শাহ আলম, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, আওয়ামী লীগ নেতা সুজিত অধিকারী ও মোঃ আলমগীর, ছাত্র নেতা আহানাফ অর্পন, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, আলমগীর হান্নান, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ আব্দুল্লাহ, সুনীল কুমার দাস, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মোঃ আসাফুর রহমান কাজল ও দীলিপ কুমার বর্মন, ক্লাবের ইউজার সদস্য মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, মোঃ রফিক আলী, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন