প্রকাশিত: জুলাই ১৯, ২০২০
অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগ পেয়ে ঢাকার গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে সহকারী পরিচালক আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রোববার বিকাল ৩টার দিকে গুলশান-২ এলাকার ওই হাসপাতালে তাদের অভিযান শুরু হয়।
“এই হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার কোনো অনুমোদন নেই। পরীক্ষা না করেই প্রতিবেদন দেওয়ার অভিযোগও আমরা পেয়েছি। সে কারণেই এখানে অভিযান চালানো হচ্ছে।”
সাহাবুদ্দিন মেডিকেলে র্যাবের অভিযানে মিলেছে অনুমোদনহীন অ্যান্টিবডি টেস্টের এই রিপোর্ট
সাহাবুদ্দিন মেডিকেলে র্যাবের অভিযানে মিলেছে অনুমোদনহীন অ্যান্টিবডি টেস্টের এই রিপোর্ট
র্যাব কর্মকর্তারা জানান, অভিযানে করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের রিপোর্ট তারা পেয়েছেন, যা বাংলাদেশে অনুমোদিত নয়।
হাসপাতালের সহকারী পরিচালক ও চিকিৎসক আবুল হাসনাতকে গ্রেপ্তারের কথা জানিয়ে আশিক বিল্লাহ বলেন, “আমরা হাসপাতালের অনিয়িমগুলো খতিয়ে দেখছি। অভিযান শেষ করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।