২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:০২

কয়রা বিএনপির সদস্য সচিব বাবুলকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার কয়রায় দলিয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্র্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সক পর্যায়ের পর থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বাবুলকে বহিষ্কারে খবরে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কয়রা কপোতাক্ষ কলেজের মুনসুর আলী নামে এক ব্যবসায়ীকে মেরে তার পা ভেঙ্গে দেন বাবুল।
এছাড়া ৫ আগস্টের পর থেকে এলাকায় ব্যাপক চাঁদাবাজী, সন্ত্রাসী ও অবৈধদখলবাজীর অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন