প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫
খুলনা ব্যুরো : তিনগুণ বেশী দামে পোষাক বিক্রির অভিযোগে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় আর্টিকেল শো-রুমকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও ১৪ টি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করে আদায় করেছে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম গতকাল সোমবার এই অভিযানের বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, তার নেতৃত্বে আর্টিকেল শো-রুমকে লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা,
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর ১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে ৩ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা,
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে ১ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।