খুলনা ব্যুরো : তিনগুণ বেশী দামে পোষাক বিক্রির অভিযোগে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় আর্টিকেল শো-রুমকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও ১৪ টি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করে আদায় করেছে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম গতকাল সোমবার এই অভিযানের বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, তার নেতৃত্বে আর্টিকেল শো-রুমকে লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা,
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর ১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে ৩ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা,
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে ১ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত