২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৪৯

শিরোনাম
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি-ইকবাল হাসান

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

ফরিদুল ইসলাম খান, চুকনগর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরকে চব্বিশের মুখোমুখী দাঁড় করিয়ে নিজেদের অপরাধ ঢাকতে চায় একটি দল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবার একমাত্র পরিচয়—আমরা বাংলাদেশি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক।

আজ শনিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের পুরোধা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতনী ঐক্যজোট ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন—পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর—সবাই মিলে এই বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বিপদের সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে পালিয়ে গেছে।

৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাত জেগে মন্দির ও সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপদ থাকে—ইতিহাস তার প্রমাণ।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি গণতন্ত্রের মা। আজীবন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করেছেন। জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু স্বৈরাচারের সঙ্গে কখনো আপোষ করেননি। ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে-জনগণ স্বৈরাচার মেনে নেয় না।

সমাবেশে উপস্থিত মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন,আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এবং স্থানীয় ধানের শীষের প্রার্থী লবী নির্বাচিত হলে মতুয়া ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা হবে। আপনারা এই দেশে মাথা উঁচু করে বসবাস করবেন—কারো দয়ায় নয়, নাগরিক অধিকার নিয়ে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল রায়। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন