২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:৩৪

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

আইডিইবি খুলনা জেনিক নির্বাচন’র তফসিল বাতিল

প্রকাশিত: জুন ২৯, ২০২২

  • শেয়ার করুন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স , বাংলাদেশ (আইডিইবি)’র খুলনা জেনিক নির্বাচন ( ২০২৩-২০২৫ টার্ম ) এর তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে। গত ২২ জুন কেনিক , সাধারণ সম্পাদকের পত্রানুযায়ী কেন্দ্রের অনুমোদিত ভোটার লিষ্ট ব্যতিরেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা এবং ভোটার তালিকায় ব্যাপক অসংঙ্গতি থাকায় অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের তফসিল বাতিল করা হয়।

খুলনা জেনিক নির্বাচন ২০২৩-২০২৫ টার্মের প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান গাজী, নির্বাচন কমিশনার মোঃ শাহীন ও নির্বাচন কমিশনার মোঃ রুহুল আমিন হাওলাদার এর স্বাক্ষরিত ২৮ জুন ২০২২ তারিখ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা জেনিক নির্বাচন ( ২০২৩-২০২৫ টার্ম ) কার্যক্রম বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , খুলনা জেনিক নির্বাচন ২০২৩-২০২৫ টার্ম এর জন্য গঠিত নির্বাচন কমিশনের সাথে আইডিইবি খুলনা জেনিক নেতৃবৃন্দের মত বিনিময় সভায় ২/১ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদিত ভোটার তালিকা ও গঠনতন্ত্রের সর্বশেষ সংস্করণ খুলনায় পাওয়া যাবে মর্মে নেতৃবৃন্দের পক্ষ থেকে কমিশনকে আশ্বস্ত করা হয় । সে মোতাবেক হাতে সময় নিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় ।
আরো বলা হয়, নির্বাচনী তফসিল অনুযায়ী আইডিইবি , জেনিক খুলনা থেকে কেন্দ্রে প্রেরিত ভোটার তালিকা অনুযায়ী নমিনেশন পত্র যাচাই বাছাই সহ কার্যক্রম এগিয়ে নেয়া হয় । কিন্তু কেন্দ্র অনুমোদিত ভোটার লিষ্ট ও সর্বশেষ গঠনতন্ত্রের সংস্করণ কমিশনের হাতে না পৌঁছায় কমিশন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং কেনিক ও খুলনা জেনিকের সাথে বার বার যোগাযোগ করতে থাকে ।
ইতোমধ্যে গত ২২/০৬/২০২২ খ্রিঃ তারিখে স্বাক্ষরিত কেনিক , সাধারণ সম্পাদক মহোদয়ের সূত্রস্থ চনং স্মারকের পত্র অনুযায়ী কেন্দ্রের অনুমোদিত ভোটার লিষ্ট ব্যতিরেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার কোন সুযোগ নাই মর্মে জানানো হয় । একই সাথে খুলনা জেনিক থেকে কেন্দ্রে প্রেরিত ভোটার তালিকায় ব্যাপক অসংগতি রয়েছে মর্মেও চিঠিতে উল্লেখ করা হয় ।
এমতাবস্থায় , নির্বাচন কমিশন , খুলনা জেনিক নির্বাচন ( ২০২৩-২০২৫ টার্ম ) কর্তৃক নং স্মারকের কার্যক্রম বাতিল করা হলো ।
উল্লেখ্য, কেন্দ্র থেকে অনুমোদিত ভোটার তালিকা পাওয়ার পর সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন