১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:৩১

শিরোনাম
খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

সখিপুরে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ এর নির্বাচনী জনসভা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে সখিপুর ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় সখিপুর মোড়ে সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইবাদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত সাতক্ষীরা-২ আসন গড়ে তুলতে চাই—যা হবে একটি মডেল সাতক্ষীরা। ইনশাআল্লাহ নারী ও যুব সমাজের ভবিষ্যৎ নিরাপদ করতে বিএনপির ধানের শীষের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, একটি দল ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি করছে। জনগণকে সচেতন না করলে তারা বিভ্রান্ত থাকবে। এই বিভ্রান্তির সুযোগ নিয়েই তারা মিথ্যা প্রচার চালাচ্ছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

এমপি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, আমি সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি পরিকল্পিত ও উন্নত সাতক্ষীরা-২ আসন গড়ে তুলতে চাই।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক নেতা আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, শহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বকুল জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম সখিপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইউনুস আলী সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন