প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১
মিলন হোসেন বেনাপোল।
আমরা নৌকার বিপক্ষে নই। আমরা সাবেক চেয়ারম্যান গফফার সরদারের বিপক্ষে। এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমি । আমি কোন বিরোধিতা না করে নির্বাচন না করে ছেড়ে দিয়েছি। আমার স্থলাভিষিক্ত হোক সদ্য পুটখালী ইউনিয়নের তরুন নেতা নাসির উদ্দিন। আমি পুটখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারে নাসিরকে যেদিন বসা দেখব সেদিন সবচেয়ে বেশী খুশি হবো। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। আমরা কোন অপরাজনীতিকে প্রশ্রয় দিতে রাজি নই। যারা এর আগে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে আমরা শুধু তারই বিপক্ষে। আমরা নৌকার বিপক্ষে নই। কথাগুলো বললেন পুটখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাদিউজ্জামান ।
বৃহস্পতিবার বিকালে পুটখালী হাইস্কুল মাঠে বিরাট এক জনসভায় আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চেয়ারম্যান হাদিউজ্জামান তার ত্যাগের কথা বলেন। সে বলেন আজ আমি আবারও নির্বাচন করতে পারতাম। কিন্ত করি নাই। পুটখালী ইউনিয়ন বাসি নাসির উদ্দিনকে চেয়েছে। তাকে আমরা সমর্থন ও করেছি। সকলে একই কাতারে বসে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এসময় তিনি বলেন, কেউ যদি মস্তান নিয়ে খেলা করেন তবে আমরা ও ছাড় দিব না। আমরা চাই শান্তিপূর্ন ভাবে নির্বাচন হোক। আমার নেতা যশোর শার্শা-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন যে ভাবে আমাদের কাজ করতে বলবে আমরা সকলে সে ভাবে কাজ করব।
এসয় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আলাউদ্দিন আলা প্রমুখ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
মোবাইল ০১৭১২২১৭১৪৩