৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৪০

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

কপিলমুনিতে মাদ্রাসা ছাত্র নাসিমের মহানুভবতা; কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন ৫০ হাজার টাকা!

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ কুড়িয়ে পাওয়া অর্ধ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন নাছিম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র।
ঘটনাটি কপিলমুনি বাজারের মেইন সড়কে পলিথিনে মোড়ানো অবস্থায় টাকাটা পায় সে।

টাকার মালিক আগড়ঘাটা বাজার নিবাসী বৃদ্ধ আঃ রাজ্জাক আলী এ দিন মেয়ের কাছে দীর্ঘ দিন ধরে তিলতিল করে জমানো টাকাটা তার চোখ অপারেশনের জন্য নিয়ে ফিরছিলেন তিনি।

জানাগেছে, মেয়ের কাছে দীর্ঘ দিন ধরে তিলতিল করে জমানো পিতা রাজ্জাক আলীর ৫০ হাজার টাকা তার চোখ অপারেশন করার জন্য নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে যায়। এরপর মাদ্রাসা ছাত্র নাসিম সেই টাকাগুলি কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে রাখে। বৃদ্ধ রাজ্জাক বাড়িতে ফিরে দেখে পলিথিনে মোড়ানো টাকাটা তার কাছে নেই। কোথাও হয়তো পড়ে গেছে। এমতাবস্থায় তিনি হতাশ হয়ে পড়েন। এরপর এলাকাবাসীর পরামর্শে তাৎক্ষণিক মাইকিং করে জানানো হলে মাদ্রাসা ছাত্র নাসিম কুড়িয়ে পাওয়া টাকাটা স্থানীয় ইউপি সদস্য ইজাহার আলীর মাধ্যমে বৃদ্ধ রাজ্জাককে ফিরিয়ে দেন।

জানাগেছে, খুলনা সিদ্দীকিয়া মাদ্রসার ছাত্র মোঃ নাসিম কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের সোহরাব মাষ্টারের ছেলে। টাকা পেয়ে বৃদ্ধ রাজ্জাক খুশিমনে নাসিমকে ৫ হাজার টাকা দিতে চাইলেও তা না নিয়ে ফিরিয়ে দেয় নাসিম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন