১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:৩২

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

সুন্দরবনের কচিখালী বন অফিসের সামনে আবারও বাঘের আনাগোনা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে আবারও দেখা মিলেছে একটি বেঙ্গল টাইগারের। বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে।

বিষয়টি বন বিভাগের এক কর্মী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে আবারও বনে চলে যায়।

ভিডিও ধারণকারী কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, দায়িত্ব শেষে রাতে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ বাঘটি দেখে ভয় পেয়ে যাই। তখন ভয়ে ভয়ে মোবাইলে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা যায়। অভয়ারণ্য এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদের সতর্ক থাকতে বলেছি।

এছাড়া বনে বাঘ বৃদ্ধি পেয়েছে দাবি করেন তিনি।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন