বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে আবারও দেখা মিলেছে একটি বেঙ্গল টাইগারের। বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে।
বিষয়টি বন বিভাগের এক কর্মী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী।
এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে আবারও বনে চলে যায়।
ভিডিও ধারণকারী কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, দায়িত্ব শেষে রাতে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ বাঘটি দেখে ভয় পেয়ে যাই। তখন ভয়ে ভয়ে মোবাইলে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা যায়। অভয়ারণ্য এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাদের সতর্ক থাকতে বলেছি।
এছাড়া বনে বাঘ বৃদ্ধি পেয়েছে দাবি করেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত