১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৪৮

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

ভোমরা স্থলবন্দর এলাকায় আমদানীকৃত পন্যবাহী ট্রাকে বিজিবির অভিযান।। ফেন্সিডিল ও ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক।।

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, সীমান্ত ব্যুরো, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিল ও ট্রাকসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (৭ অক্টোবর ২০২২) রাতে স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড় নামক স্থান থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম রফিক গাজী(৩৭)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত এয়ার আলী গাজীর পুত্র। বিজিবি সূত্র জানায়, ভোমরা বিজিবি ক্যাম্পের স্পেশাল ফোর্স সিপাহি সাইফুল ইসলামের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ভোমরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে ১ কি.মি অভ্যন্তরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম ও নায়েক সুবেদার ইলিয়াছ হোসেনের নেতৃত্বে ভারত থেকে আমদানীকৃত চাল বোঝাই ভারতীয় ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ট্রাক (যার নং-ডব্লিউ বি-৩৯ এ-৪১৪০) তল্লাশি চালিয়ে ৮৬ বোতল আমদানী নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় আরেক ভারতীয় নাগরিক রফিক মন্ডল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৮০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন