এম জিয়াউল ইসলাম জিয়া, সীমান্ত ব্যুরো, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিল ও ট্রাকসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (৭ অক্টোবর ২০২২) রাতে স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড় নামক স্থান থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম রফিক গাজী(৩৭)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত এয়ার আলী গাজীর পুত্র। বিজিবি সূত্র জানায়, ভোমরা বিজিবি ক্যাম্পের স্পেশাল ফোর্স সিপাহি সাইফুল ইসলামের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ভোমরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে ১ কি.মি অভ্যন্তরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম ও নায়েক সুবেদার ইলিয়াছ হোসেনের নেতৃত্বে ভারত থেকে আমদানীকৃত চাল বোঝাই ভারতীয় ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ট্রাক (যার নং-ডব্লিউ বি-৩৯ এ-৪১৪০) তল্লাশি চালিয়ে ৮৬ বোতল আমদানী নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় আরেক ভারতীয় নাগরিক রফিক মন্ডল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৮০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত