১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:২৭

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো খুলনার রোমান সানা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২

  • শেয়ার করুন

থাইল্যান্ডের ফুকেটে চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) ফাইনালে দেশকে সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।
রোমান সানা খুলনার কৃতি সন্তান তার বাড়ি কয়রা উপজেলার বাঙালি গ্রামে। তার পিতার নাম আব্দুল গফুর সানা।

স্বর্ণ জেতার পথে ফাইনালে ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছেন রোমান-নাসরিন। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারতই।

পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে শেষ দুই তীরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন