২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:০১

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের সম্মেলন অনুষ্ঠিত ।

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,

যশোরের বেনাপোলের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত বিএসএফের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বিএসএফের ১১ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার শ্রী রাজেশ কুমার। বিজিবির ১০ সদস্যের নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুন।বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ,অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, সম্মেলন শেষে বিএসএফের প্রতিনিধি দল ভারতে ফিরে যান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৮/০১/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন