২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৫৫

শিরোনাম
খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে আগুন লেগে তিনটি ট্রাক ভস্মিভূত।

প্রকাশিত: জুন ১৮, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল বন্দরের বিপরীতে  ভারতের পেট্রাপোল বন্দরে শনিবার  রাত ৩ টার  দিকে তিনটি পন্যবাহী ট্রাকে আগুন লেগে  ভস্মিভূত হয়েছে। সব গুলিতে বাংলাদেশের আমদানি  কারকদের আমদানী পন্য ছিল। ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কারতিক চক্রবরতি  জানান, শনিবার রাত ২’৪৫ মিনিটের দিকে সেন্ট্রাল টার্মিনালে  থাকা ব্লিছিং পাউডারের একটি গাড়ীতে বৃস্টির পানি পড়ার পর  আগুন ধরে যায়। গাড়ীতে ড্রাইভার না থাকায়  ট্রাকটি আগুনে পুড়ে যায়। এসময় পাশে থাকা আরো দুটি তুলার ট্রাক পুড়ে ভস্মিভূত হয়। পরে ফায়ার সারভিজকে খবর দিলে দু ঘন্টার মধ্যে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়। বন্দর এখন স্বাভাবিক আছে। তিনি আরও বলেন, কিছু দিন আগে বেনাপোল বন্দরে একই ভাবে আমাদের ৫ টি ট্রাক আগুনে আগুনে ভস্মিভূত হয়েছিল। এসব ব্লিছিং পাউডার গুলি যদি খোলা ট্রাকে না এনে কভার ভ্যানে আনা হয় তাহলে আমরা বড় কোন দূর্ঘটনা  থেকে রক্ষা পাবো। আগুন ধরার সময় টার্মিনালে অনেক পন্যবাহী ট্রাক ছিল। সেগুলি সরিয়ে ফেলায় রক্ষা পাই।  বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান,রাতে পেট্রাপোল বন্দরে আমাদের আমদানী কৃত পন্যবাহী ট্রাকে আগুন ধরার ঘটনা জানতে পেরেছি। ওখানে তিনটি পন্যবাহী ট্রাকে আগুন ধরে ভস্মিভূত হয়েছে। ওসব ট্রাকে আমাদের দেশের আমদানি  কারকদের পন্য ছিল। বেনাপোল বন্দরের কাযক্রম স্বাভাবিক গতিতে চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন