মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে শনিবার রাত ৩ টার দিকে তিনটি পন্যবাহী ট্রাকে আগুন লেগে ভস্মিভূত হয়েছে। সব গুলিতে বাংলাদেশের আমদানি কারকদের আমদানী পন্য ছিল। ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কারতিক চক্রবরতি জানান, শনিবার রাত ২'৪৫ মিনিটের দিকে সেন্ট্রাল টার্মিনালে থাকা ব্লিছিং পাউডারের একটি গাড়ীতে বৃস্টির পানি পড়ার পর আগুন ধরে যায়। গাড়ীতে ড্রাইভার না থাকায় ট্রাকটি আগুনে পুড়ে যায়। এসময় পাশে থাকা আরো দুটি তুলার ট্রাক পুড়ে ভস্মিভূত হয়। পরে ফায়ার সারভিজকে খবর দিলে দু ঘন্টার মধ্যে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়। বন্দর এখন স্বাভাবিক আছে। তিনি আরও বলেন, কিছু দিন আগে বেনাপোল বন্দরে একই ভাবে আমাদের ৫ টি ট্রাক আগুনে আগুনে ভস্মিভূত হয়েছিল। এসব ব্লিছিং পাউডার গুলি যদি খোলা ট্রাকে না এনে কভার ভ্যানে আনা হয় তাহলে আমরা বড় কোন দূর্ঘটনা থেকে রক্ষা পাবো। আগুন ধরার সময় টার্মিনালে অনেক পন্যবাহী ট্রাক ছিল। সেগুলি সরিয়ে ফেলায় রক্ষা পাই। বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান,রাতে পেট্রাপোল বন্দরে আমাদের আমদানী কৃত পন্যবাহী ট্রাকে আগুন ধরার ঘটনা জানতে পেরেছি। ওখানে তিনটি পন্যবাহী ট্রাকে আগুন ধরে ভস্মিভূত হয়েছে। ওসব ট্রাকে আমাদের দেশের আমদানি কারকদের পন্য ছিল। বেনাপোল বন্দরের কাযক্রম স্বাভাবিক গতিতে চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত