২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:৩৫

বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন বাগেরহাটবাসী

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:

অনাবৃষ্টির সাথে তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। গত কয়েকদিন ধরে বাগেরহাটে ৩৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করছে। দাবদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির জন্য বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাগেরহাট শহরের আল ইসলাহ একাডেমি মাঠে বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে ইসতেসকার নামাজের আয়োজন করা হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ আরেফিসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহন করেন।
নামাজে ইমামতি করেন ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শাহজাহান। নামাজ শেষে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এসময় নামাজে অংশগ্রহনকারী কিশোর, বৃদ্ধ ও যুবকদের বৃষ্টির জন্য অঝোরে কাঁদতে দেখা যায়। এছাড়া সবাইকে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান আয়োজকরা।
ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শাহজাহান বলেন, তীব্র দাবদাহে সারাদেশ আজ অতিষ্ট। শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণিকূলও আজ সংকটে রয়েছে। আমরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছি। আল্লাহর কাছে বৃষ্টির জন্য সবাই মিলে এক সাথে কেঁদেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আশা করি।
##
বাগেরহাটে যুব নারীদের অধিকার
আদায়ে এ্যাডভোকেসি সভা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে নারীদের বিপদাপন্নতা ও নারীদের অধিকার আদায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে এ্যাক্টিভিস্তা বাগেরহাট এর আয়োজনে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে ধাঁন সিরি হোটেলের হলরুমে অনুষ্টিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রিয়াদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কাড়াপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুফল কান্তি পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মির্জা মেহেদি হাসান, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, মোল্লা মাসুদুল হক, বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন গ্রুপের অর্ধ শতাধিক নারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় যুব সদস্যরা লবনাক্ততা নিরসনে ও সুপেয় পানির দাবী জানান, তারা বলেন, বাগেরহাটের বিভিন্ন এলাকায় লবন পানি প্রবেশের মাধ্যমে শতশত কৃষক ক্ষতিগ্রস্ত হয়, সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরমের সময়ে এ সমস্যা আরও বেড়ে যায়। তারা আরও বলেন, এখনই আমাদের লবন পানি ও সুপেয় পানি নিয়ে বিকল্প চিন্তা করতে হবে। পরে যুব নারী সদস্যদের দাবীর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক এ সকল সমস্যা সমাধানে স্বস্ব প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন