২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:৫০

বটিয়াঘাটার সুরখালি এলাকায় পানি, স্যালাইন ও পাখা বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

বটিয়াঘাটা প্রতিনিধি :

প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ্য জনজীবনে বিপর্যস্ত সাধারণ মানুষের মাঝে খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম ফরিদ রানা’র উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন এবং হাতপাখা বিতরণ করা হয়। ইউপি পরিষদ চত্ত্বরে রবিবার দুপুরে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুভ উদ্বোধন করেন বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসকে জাকির হোসেন লিটু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আবুল কালাম হালদার, রমেন্দ্রনাথ রায়, রুনা বেগম, হাফিজা বেগম, জেলা সৈনিক লীগের নেতা গাজী আহম্মদ আলী, এসএম সৌরভ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোড়ল, মোঃ রফিকুল ইসলাম, মফেজ গাজী, এসএম ইউনুস আলী, ইউপি সচিব নাসির উদ্দীন, হিসাব সহকারী বাপ্পি ঘোষ। সহযোগিতায় ছিলেন তথ্য সেবা কেন্দ্রের উদ্যাক্তা আবুজাফর গিফফারী, দফাদার আবু জাফর, কারিমুল ইসলাম, আশীষ কুমার রায়, আব্দুর রশিদ, পিয়া বেগম, জাকারিয়া শেখ, মনিরুল ইসলাম, উজ্জ্বল রায় প্রমূখ।
এব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা এসএম ফরিদ রানা বলেন, মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়েছি, সাধ্য অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত জণগণের পাশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন