২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৩

ফারিয়া-পরীমনির দুই সিনেমা ওটিটিতে

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩

  • শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী নুসরাত ফারিয়া ও পরীমনি। ওটিটিতে দুটি নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তারা। নুসরাত ফারিয়াকে দেখা যাবে ‘পাতালঘর’ সিনেমায় এবং পরীমনিকে দেখা যাবে ‘পাফ ড্যাডি’ সিনেমাতে। যদিও দুটি সিনেমার কাজ শেষ হয়েছে তিন বছর আগে। সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, জানা গেছে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়ানো তারকাবহুল সিনেমা ‘পাতালঘর’। মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আফসানা মিমি। মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এ জনপ্রিয় দুই অভিনেত্রী। আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত এই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ধারণাই ছিল সকলের। তবে সম্প্রতি ছবির পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হলো, বদলে গেল সিনেমাটি মুক্তির ধরন। প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে আসছে নুসরাত ফারিয়ার ‘পাতালঘর’। আগামী ২৭ জুন থেকে দেশি এই প্ল্যাটফর্মে দেখা যাবে ছবিটি। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে ছবির ট্রেলার। যেখানে দেখা গেল, এক সাধারণ পরিবারের মেয়ে থেকে নায়িকা হয়ে ওঠেন নুসরাত ফারিয়া। এরপর তার জীবনে দেখা দেয় নানা জটিলতা। ছবিটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে আরও আছেন আফসানা মিমি, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ। অন্যদিকে তিন বছর আগে ‘পাফ ড্যাডি’ সিনেমার শুটিং শেষ করেছিলেন পরীমনি। বাকি ছিল ডাবিংয়ের কাজ। সম্প্রতি শেষ করেছেন ডাবিং। কয়েক দিন আগে সেই আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরী। মা হওয়ার পর এ ওয়েব ফিল্মের ডাবিং দিয়েই কাজে ফিরেছেন তিনি। ২০২০ সালে যখন পাফ ড্যাডির কাজ শুরু হয়েছিল তখন বলা হয়েছিল, এটি ৭ পর্বের ওয়েব সিরিজ। পরে সিনেমা হিসেবেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বদল হয়েছে নির্মাতার নামও। ‘পাফ ড্যাডি’ শুরু করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কিছু অংশ শুটিং করার পর তিনি সরে দাঁড়ালে কাজটি যৌথভাবে শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। পরীমনি ছাড়াও এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহসহ আরও অনেকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, আজাদ আবুল কালামকে। তিনি একটি কালো চশমা পরে আছেন। আর চশমার দুই গ্লাসে ভেসে উঠেছে দুটি মুখ। একটি পরীমনির, অন্যটি সজলের। ফার্স্ট লুকটি শেয়ার করে ফেসবুকে পরীমনি লেখেন, ‘আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি? আসছে নতুন ওয়েব ফিল্ম পাফ ড্যাডি।’ শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি দেয়া হবে ‘পাফ ড্যাডি’ সিনেমাটি। তবে মুক্তির তারিখ নিশ্চিত করা হয়নি।

 

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন