১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৫৫

প্রয়াত কমরেড আনছার আলী মোল্যা ছিলেন আজীবন বিপ্লবী নেতা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, বাংলাদেশে এখন ক্রান্তিকাল পার করছে। মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসররা এদেশের গণতান্ত্রিক সরকারকে হটাতে চায়। বেশ কিছুদিন ধরে তাদের অপতৎপরতা এদেশে গণতন্ত্রকামী মানুষকে ভাবিয়ে তুলেছে। মার্কিন সাম্রাজ্যবাদকে রুখতে না পারলে এদেশে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রয়াত কমরেড আনছার আলি মোল্য ছিলেন এ অঞ্চলের একজন আজীবন বিপ্লবী নেতা। তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ের অগ্রনী ভূমিকা পালন করেছেন। তার অসমাপ্ত কার্যক্রমকে এগিয়ে নিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানান। কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড আনছার আলি মোল্যার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার বিকালে ফুলতলা শহীদ আসাদ রফি গ্রস্থাগার চত্বরে আয়োজিত স্মরণসভায় উপজেলা শাখার সভাপতি কমরেড মাস্টার সন্দিপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড সুশান্ত দাস, পলিট ব্যুরো সদস্য কমরেড নূর আহমেদ বকুল, পলিট ব্যুরো সদস্য কমরেড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড মফিদুল ইসলাম, কমরেড রেজোয়ান হোসেন রাজা, প্রভাষক জাহাঙ্গীর আলম, আঃ সাত্তার, শ্রমিক ফেডারেশন নেতা মনির আহমেদ, আমিরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, ওয়ার্কার্স পার্টি নেতা আরিফুজ্জামান বাবলু, শ্রমিক নেতা আঃ মজিদ মোল্যা, আঃ হামিদ মোড়ল, রেজোয়ান আলী খান, খান সিরাজুল ইসলাম, বেগম রোকেয়া, সীতা রানী প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন