২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:১৭

খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক অরুণোদয় নৃত্য উৎসব এর সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: মে ৮, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক অরুণোদয় নৃত্য উৎসব-২০২৪ এর দ্বিতীয় ও শেষ দিনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো। শনিবার (৪ মে) বিকাল ৫ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে অরুণোদয় আয়োজিত এ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরুণোদয়ের প্রতিষ্ঠাতা ও নৃত্য পরিচালক সিলভিয়া সুরভী ডি ক্রশ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনি সরকার। অনুষ্ঠানের শুরুতে অরুণোদয়ের শিক্ষার্থীদের চরণালঙ্কার প্রদানম বা ঘুঙ্গুর প্রদান করেন ভারত থেকে আগত শ্রীমতী গূরুমা স্বাতী হাজরা ভট্টাচার্য। এরপর অরুণোদয়ের নৃত্যশিল্পীদের দলীয় নৃত্য পরিবেশন করা হয়। শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানের সর্বাঙ্গিন মঙ্গল কামনা শেষে বক্তব্য রাখেন। এদিন ভারত ও বাংলাদেশের বিভিন্ন একাডেমীর নৃত্য শিল্পীদের নৃত্যের ছন্দে দর্শকদের মন মাতিয়ে তোলেন। যার মধ্যে ভারতের অভ্যুদয় একাডেমী, বেহালা নৃত্যপীঠ ও নৃত্যাঙ্কুরের শিল্পীরা অংশগ্রহন করেন। অপরদিকে বাংলাদেশের অরুণোদয়, বাগেরহাট নৃত্যদল ও গোপালগঞ্জ নৃত্য দল অংশগ্রহন করেন। নৃত্য পরিবেশন শেষে শিল্পী সম্মাননা ও সনদপত্র বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, এর আগে গত ৩ মে একই স্থানে এক অনারম্ভর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন