২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:৪২

পাইকগাছায় ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে মিষ্টির দোকানে চাঁদাদাবী!

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে স্যানিটারি ইন্সপেক্টরকে ফাঁদে ফেলতে মিষ্টির দোকানীদের কাছে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল জানান, ১৫ জুন সোমবার বেলা ১ টার দিকে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ০১৭১৩-১৬৬৬২১ মোবাইল নম্বর দিয়ে আমার কাছে ফোন করে জানতে চাওয়া হয় উপজেলায় কতগুলো মিষ্টির দোকান আছে এবং করোনা সংকট লকডাউনে পৌরসভার ক’য়টি মিষ্টির দোকান খোলা রয়েছে। তাদের নাম ঠিকানাও জানতে চান তিনি। এ সময় আমার মাধ্যমে নাম ঠিকানা সংগ্রহ করে তিনি। পরে মিষ্টির দোকানী কুমারেশ মন্ডল, শচীন ঘোষ সহ অনেকের কাছে ০১৯১০-৫৪১৯৩৯ নম্বর দিয়ে ফোন করে সীমিত আকারে দোকান খোলা রাখার কথা বলে অর্থ দাবী করেন কথিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আর এমন অবস্থায় ব্যবসায়ীদের মধ্যে কানাঘুষা শুরু হলে বিষয়টি স্যানিটারি ইন্সপেক্টর পর্যন্ত গড়ায়।

জানাগেছে, পরবর্তীতে বিষয়টি পরিস্কার হবার জন্য ইন্সপেক্টর উক্ত ২টি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে তা বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হয়।

ঘটনার পর ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ভবিষ্যৎ এর জন্য থানায় জিডি করেছেন,যার নং- ৮৩৮। তারিখ -১৫/৬/২০২০

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন