এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে স্যানিটারি ইন্সপেক্টরকে ফাঁদে ফেলতে মিষ্টির দোকানীদের কাছে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল জানান, ১৫ জুন সোমবার বেলা ১ টার দিকে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ০১৭১৩-১৬৬৬২১ মোবাইল নম্বর দিয়ে আমার কাছে ফোন করে জানতে চাওয়া হয় উপজেলায় কতগুলো মিষ্টির দোকান আছে এবং করোনা সংকট লকডাউনে পৌরসভার ক'য়টি মিষ্টির দোকান খোলা রয়েছে। তাদের নাম ঠিকানাও জানতে চান তিনি। এ সময় আমার মাধ্যমে নাম ঠিকানা সংগ্রহ করে তিনি। পরে মিষ্টির দোকানী কুমারেশ মন্ডল, শচীন ঘোষ সহ অনেকের কাছে ০১৯১০-৫৪১৯৩৯ নম্বর দিয়ে ফোন করে সীমিত আকারে দোকান খোলা রাখার কথা বলে অর্থ দাবী করেন কথিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আর এমন অবস্থায় ব্যবসায়ীদের মধ্যে কানাঘুষা শুরু হলে বিষয়টি স্যানিটারি ইন্সপেক্টর পর্যন্ত গড়ায়।
জানাগেছে, পরবর্তীতে বিষয়টি পরিস্কার হবার জন্য ইন্সপেক্টর উক্ত ২টি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে তা বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হয়।
ঘটনার পর ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ভবিষ্যৎ এর জন্য থানায় জিডি করেছেন,যার নং- ৮৩৮। তারিখ -১৫/৬/২০২০
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত