১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৫৪

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

পাইকগাছার হরিঢালী থেকে জুয়ার সারঞ্জাম সহ ৬ জুয়াড়ী আটক!

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশের অভিযানে জুয়ার সারঞ্জাম সহ ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের আব্দুর সাত্তারের দোকানের বারান্দার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাতনকাটি গ্রামের
মৃত শহর আলী মোড়লের পুত্র আকবার মোড়ল (৬০), মৃত শেখ আশরাফ হোসেনের পুত্র একরাম হোসেন (৫০), আনিসুল হকের পুত্র ইমরান পারভেজ (৩২), আব্দুর রাজ্জাকের পুত্র সোহেল (৩৫), মৃত হায়দার আলীর পুত্র মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর নুর আলীর পুত্র মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার থানা পলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উপজেলার হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে মামুদকাটি অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের সোনাতন কাটি জনৈক সাত্তারের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকানের বারান্দায় বাসের চালার উপর থেকে জুয়ার সারঞ্জাম সহ তাদেরকে আটক করে পুলিশ। থানা ওসি এজাজ শফি জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধরায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার নাং ০৫, তারিখ ০৫/০৯/২০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন